তারা নিজেদের ‘সৃষ্টিকর্তা’ মনে করে: সরফরাজ

চলতি বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফরম্যান্স করছে পাকিস্তান। শুধু মাত্র প্রতিবেশি দেশ আফগানিস্তানে চেয়ে এক ধাপ এগিয়ে। ৫টি ম্যাচ খেলে এক জয় ৩ হার ও এক পরিত্যাক্ত ম্যাচে পয়েন্ট পেয়েছে ৩। পয়েন্ট তালিকাল ৯ নম্বরে তাদের অবস্থা। দলে এমন হারে জন্য অধিনায়ক সরফরাজ আহমেদের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

শুধু তাই নয়, বিভিন্ন কাণ্ড নিয়েও বড় বিপাকে পড়েছেন পাক অধিনায়ক। বিশ্বকাপে মাঠে দল খারাপ করায় মাঠের বাইরে রসিকতার শিকার হচ্ছেন সরফরাজ। সাবেকদের কঠোর সমালোচনার শিকারও হতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। এমনকি দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই সরফরাজের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন।

এতো সমালোচন। এতো কটু কথা। আর কতক্ষণ সহ্য করা যায়! তাই এবার সাবেকদের ধুয়ে দিলেন সরফরাজ।

ভারতের কাছে হারার পর সাবেক পেসার আকিব জাভেদ বলেছেন, সরফরাজ একজন অযোগ্য অধিনায়ক। পাকিস্তান দলের অধিনায়কত্ব পাওয়াটা দুর্ঘটনাবশত। আরেক সাবেক পেসার শোয়েব আখতার তো সরফরাজের বুদ্ধিবৃত্তিক সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন সরফরাজ একজন ‘ঘিলু’হীন দলনায়ক।

বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। এমন ম্যাচের আগে সাবেকদের সমালোচনার তীব্র জবাব দিলেন তিনি।

সংবাদমাধ্যমকে সরফরাজ বলেন, ‘তাদের (পাকিস্তানের সাবেক ক্রিকেটার) সমন্ধে কিছু বললে ইস্যু হয়ে যাবে। তাই কিছু বলব না। তারা আমাদের খেলোয়াড় বলেই মনে করে না। এ জন্য কিছু বললেই আঘাত হিসেবে ভেবে নেবে। তারা নিজেদের সৃষ্টিকর্তা ভেবে টিভির সামনে বসে থাকে।’

দলে কোন্দলের কথা সরফরাজ অস্বীকার করে বলেছেন, ‘দলে কোনো কোন্দল নেই। জিতলে এসব কথা হতো না।’