দুঃসময়ে দারুণ সুখবর পেলেন শাহজাদ

ইনজুরিজনিত কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তবে তিনি ফিট আছেন এবং তাকে জোর করেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেন শাহজাদ। এদিকে অভিযোগ ভিত্তিহীন বলেই জানান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ আসাদুল্লাহ খান।

শাহজাদ বলেছিলেন, ‘ইনজুরি নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ ফিটই আছি। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোনো পরামর্শ না করেই আমাকে জোর করে দল থেকে বাদ দিয়ে দেয়।’ এমন বক্তব্যের পর আফগান এই ক্রিকেটার হুমকি দেন ক্রিকেট ছাড়ার।’

তিনি আরো বলেছিলেন, ‘আমি লন্ডনে ডাক্তারের কাছে গিয়েছি। তিনি আমার হাঁটু থেকে কিছু পানি বের করে দিলেন এবং ঔষধ দিলেন। বললেন, দুই-তিনদিন বিশ্রাম নিলে আমি আবার খেলতে পারবো। আমি নিজেকে আর ক্রিকেটে দেখতে চাই না। বিশ্বকাপে খেলা ছিল আমার কাছে একটা স্বপ্ন।’

এদিকে শাহজাদের ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ আসাদুল্লাহ খান বলেছিলেন, ‘এটা পুরোপুরি ভুল যে, তাকে অনৈতিকভাবে দল থেকে বাদ দেয়া হয়েছে। আমরা আইসিসির কাছে তার ইনজুরি এবং ফিটনেস সম্পর্কিত মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছি। তারা আমাদের কাছ থেকে সঠিক কাগজপত্র পেয়েই খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দিয়েছে।’

এমন দুঃসংবাদের পর এবার আনন্দের সংবাদ পেয়েছেন শাহজাদ। ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হয়েছেন শাহজাদ। একজন বাবার জন্য এর চেয়ে বড় আনন্দের কোনো খবর হতে পারে না। শাহজাদের দুঃসময়ে শান্তির বার্তা নিয়েই পৃথিবীতে আসলেন শাহজাদ-পুত্র।