দুটি ম্যাচ ড্র হলেই কপাল খুলবে আর্জেন্টিনার

ফিফা প্রমীলা বিশ্বকাপে গতরাতের ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে এখন বিদায়ের শঙ্কায় আছে তারা।

ম্যাচের প্রথম ৭০ মিনিটই ছিল স্কটল্যান্ডের। এই ৭০ মিনিট ম্যাচের নিয়ন্ত্রন করেছে স্কটল্যান্ড নারীরা। এই সময়ে তারা গোল দিয়েছে তিনটি।

কিন্তু ৩-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ ২০ মিনিটেই সবকিছু উলট পালট করে দিয়েছে। তিনটি গোল শোধ করে ম্যাচ শেষ করেছে ৩-৩ গোলের সমতায়।

এই ড্রয়ের ফলে নিজেদের গ্রুপে ৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ দুই পয়েন্ট। তারা আছে গ্রুপে তিন নম্বর পজিশনে।

প্রমীলা বিশ্বকাপে গ্রুপ ৬টি। এই ৬ গ্রুপ থেকে শীর্ষ ১২ দল সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। এরপর ৬ গ্রুপের তৃতীয় হওয়া দল গুলোর মধ্যে সেরা ৪টি দল যোগ দিবে ওই ১২ দলের সাথে।

আর্জেন্টিনা এই মুহূর্তে সেরা চার দলের মধ্যে চার নম্বরে আছে। যদি এই পজিশনে থাকতে পারে তাহলে তারা পরের রাউন্ডে যাবে। কিন্তু সেজন্য এখনো দুটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

এই দুটি ম্যাচের একটি হল ক্যামেরুন বনাম নিউজিল্যান্ড এবং অপরটি হল চিলি বনাম থাইল্যান্ড। এই দুটি ম্যাচই যদি ড্র হয় তাহলে আর্জেন্টিনা যাবে পরের রাউন্ডে। কিন্তু যদি কোন জয় পরাজয় হয় তাহলেই বাদ আর্জেন্টিনা।