দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন বেয়ারস্টো

বিশ্বকাপের এবারের আসরে ২৪তম ম্যাচে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুই দল মুখোমুখি হয়।

৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে, ৪ ম্যাচে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি আফগানিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক মরগান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। তবে তাদের উড়ন্ত সূচনাতে আটকে দেন দৌলত জাদরান। ৩১ বলে ৩ চারের সাহায্যে ২৬ করা জেমস ভিন্স ফিরিয়ে দেন।

তবে অন্য প্রান্তে থাকা জনি বেয়ারস্টো ঠিকই নিজেই আরেকটি অর্ধশতক হাঁকিয়েছেন। ৬১ বলে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে তিনি এই অধশতক হাঁকান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডে সংগ্রহ ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩২ রান।

ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, মারগান (অধিনায়ক), বেন স্টোকস, টম কারান, মঈন আলী, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, জফরা আর্চার।

আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নূর আলী জাদরান, নাজিবুল্লাহ জাদরান, হাশমতাউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল, গুলবদীন নাঈব (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, দৌলত জাদরান।