ধাওয়ানের ইনজুরিতে কপাল খুলছে যার

বিশ্বকাপে এরই মধ্যে দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে ভারত। কিন্তু এবার বড় দুঃসংবাদ পেতে হয়েছে তাদেরকে। ইনজুরিতে পড়েছেন দলটির সেরা ওপেনার শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি।

অস্ট্রেলিয়ার পেসার নাথান কোল্টার নাইলের লাফিয়ে ওঠা বল তার বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত করে। যার ফলে পরবর্তীতে আর ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে। এক্স-রে রিপোর্টে জানা যায়, ধাওয়ানের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। যার ফলে অন্তত ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

এদিকে ভারতীয় বোর্ড পিটিআই’কে জানিয়েছে, ধাওয়ানের পুরোপুরি ফিট হয়ে খেলার ফিরতে তার এক মাস লাগবে। এতে করে ধাওয়ানের বিশ্বকাপে খেলা একপ্রকার শেষ। ধাওয়ানের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লুকেশ রাহুলকে।

অন্যদিকে ধাওয়ানের পরিবর্তে ভারতীয় দলে কে যোগ দিবেন এ নিয়ে ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা। এ তালিকায় আছেন দুইজন। একজন হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ও আরেকজন শ্রেয়াস আইয়ার। আইপিএলে দুইজনই দুর্দান্ত খেলেছেন।

এই দুইজনের মধ্যে এবার কে ভারতীয় স্কোয়াডে যোগ দিবেন সেটাই দেখার পালা।