নেইমারকে আর ব্রাজিল দলে প্রয়োজন নেই!

কোপা আমেরিকায় ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে পেরুকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।

এদিকে এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন এভারটন। আর এই তারকা খেলেছিলেন নেইমারের পজিশনে। অনেকটাই নেইমারের মতই খেলার স্টাইল এই তারকার। ম্যাচে একটি গোল করা এভারটনের রেটিংস ছিল ৯।

দুর্দান্ত খেলা এই তারকাকে অনেকেই নেইমারের সাথেই তুলনা করতে শুরু করেছেন। তবে অনেকেই নেইমারকে ট্রল করতেও ভুল করেনি যারা মুলত নেইমারকে পছন্দ করে না।

একজন লিখেছেন- দল হিসেবে খেলার জন্য নেরেস, এভারটন, রিচারলিশন সবাই ব্রাজিলের জন্য নেইমারের থেকেও ভালো।

আরেকজন লিখেছেন, এভারটন ব্রাজিলের জন্য অন্যরকম কিছু হতে যাচ্ছে। নেইমারের আর দরকার নেই।

এক চেলসি ভক্ত লিখেছেন, হ্যাজার্ডের সেরা রিপ্লেস হতে পারে এভারটন।

অন্য আরেকজন লিখেছেন, আমি আগেই বলেছিলাম তারা নেইমারকে ছাড়াই ব্রাজিল ভালো। এখন তারা সেটা প্রমান করেছে। ব্রাজিল নেইমারকে ছাড়াই কোপা আমেরিকা জিততে পারে।

অন্যএকজন লিখেছেন, ব্রাজিলের আর নেইমারকে প্রয়োজনই নেই।

আরেজন লিখেছেন, নেইমারকে ছাড়াই ব্রাজিল আরও বেশি সংঘবদ্ধ এবং কার্যকর।

অন্য আরেকজন লিখেছেন, ব্রাজিল নেইমারকে ছাড়া ১০ গুন ভালো।

তবে মজার ব্যাপার হল, যারা এই ধরনের টুইট করেছে তারা অধিকাংশই আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের এবং অধিকাংশই নেইমার হ্যাটার্স।