প্রতিভাবান বোলার অনেকেই হয় তবে সে হচ্ছে বুদ্ধিমান স্পিনার: হাথুরুসিংহে

বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পরে বাকী ২টা ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ১১ জুন বিশ্বকাপে নিজেদের চতুর্থম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচে মাঠে নামার আগে শ্রীলঙ্কান কোচ ও বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথা বলেছেন তার ছাত্রদের নিয়ে।

এবার সাবেক ছাত্র মিরাজের উন্নতি দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। তাকে বুদ্ধিমান স্পিনার হিসেবে মনে করেন হাথুরু।

তিনি বলেন, সত্যি কথা বলতে কি, আমি মিরাজের উন্নতি দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছি। দারুণ প্রতিভাবান সে। কখন কোথায় কীভাবে বোলিং করতে হয়, সেটা সে নিজের বুদ্ধিতেই করে থাকে। প্রতিভাবান বোলার অনেকেই হয় তবে মিরাজ হচ্ছে বুদ্ধিমান স্পিনার। দারুণ করছে সে। এই বিশ্বকাপেও আরও ভালো পারফরম্যান্স করবে সে।