প্রথমবারের মতো বিশ্বকাপে যায়গা পেল জাপান

আগামী ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়া দল জাপান। নিজে দেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাই পর্ব পার করে বিশ্বকাপে যায়গা করে নেন।

পূর্ব এশিয়া অঞ্চলের বাছাই পর্বের সম্পূর্ণ টুর্নামেন্টে অপরাজিত ছিল জাপান। তারা চার ম্যাচের চারটিতেই জিতেছে। সামোয়া, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু এবং ফিজিকে হারিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান।

সামোয়াকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ভানুয়াতুর বিপক্ষে ৭০ রানের জয় পেয়েছে জাপান। এরপর ফিজির বিপক্ষে চার উইকেটের জয় তুলে নিয়েছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে ওয়াকওভারে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়া পাওয়া দলটি।