ফাইনাল খেলার দরকার নেই, ইংল্যান্ডকে এখনই বিশ্বকাপটি দিয়ে দাও: পিটারসেন

চলতি বিশ্বকাপে বাজিমাত দেখাচ্ছে স্বাগতিক দল ইংল্যান্ড। ৫ ম্যাচে চার জয় ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। এবারের বিশ্বকাপে ৫ ম্যাচের চারটিতে ৩০০ উপরে রান করেছে তারা। প্রত্যেক রানের পাহাড় গড়ে প্রতিপক্ষকে ঘায়েল করে জয় চিনিয়ে নিচ্ছে ইংলিশরা।

এদিকে, এমন দুর্দান্ত পারফর্মেন্সের দরুণ সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন মনে করেন- ইংল্যান্ডকে দ্বাদশ বিশ্বকাপের শিরোপা এখনই হাতে তুলে দেওয়া উচিৎ!

মঙ্গলবার (১৯ জুন) আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭ রান করে তারা। ১৫০ রানের সুবিশাল জয় পেয়েছে স্বাগতিক দল। আর এই জয়ের পর ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের শক্তিমত্তা জানিয়ে টুইটারে একটি পোস্ট করেন পিটারসেন। তরুণ পেসার জোফরা আর্চারের কথাও তুলে ধরেন। শক্তিমত্তার লিখিত প্রদর্শনে তার দাবি- ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়ে দাও!

তিনি বলেন, ‘যদি জেসন রয় ভালো করতে না পারে, জনি বেয়ারস্টো তোমাকে আক্রমণ করবে। যদিও তারা দুজনই ব্যর্থ হয়, জো রুটের সামনে পড়বে তুমি। যদি তাদের তিনজনই ব্যর্থ হয় তাহলে তোমাকে সামনে পাবে বাটলার।’

পিটারসেন বলেন, ‘আর জফরা আর্চার সবসময়ই তোমাকে শিকার করবে! তাদেরকে বিশ্বকাপটি দিয়ে দাও!’