বাংলাদেশের বিপক্ষে আফগানরাই ফেবারিট: মোহাম্মদ নবী

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে আফগানিস্তান। একই পথে বাংলাদেশও রয়েছে। তবে তিনটি ম্যাচ রয়েছে। আর এই তিনটতে জিততে পারলে সেমির একটা সম্ভাবনা রয়েছে। আর আফগানদের হারালে সেমি-ফাইনালের জন্য টিকে থাকবে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা বাংলাদেশ। সোমবার সাউদাম্পটনে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

এবারের বিশ্বকাপে সাকিব-তামিমদের পারফরম্যান্স কিংবা এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও হয়েছিল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে খেলতে আশাটাই এর প্রমাণ। তবে এসব চাপিয়েও আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবীর কাছে এই ম্যাচের ফেবারিট দল আফগানরাই।

তিনি বার্তা সংস্থা বিবিসির পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে হেসে উত্তর দিয়ে বলেন, আফগানিস্তানই ফেবারিট।

মোহাম্মদ নবী বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল, বিশ্বকাপের মতো আসরে তাদের হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। এমনকি তারা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে।’

এই ডান-হাতি অলরাউন্ডার আরো বলেন, ‘সব দলই কাউকে না কাউকে টার্গেট করে। আমাদেরও কিছু দলকে নিয়ে পরিকল্পনা তো থাকেই। আমাদেরও তেমন পরিকল্পনা আছে কিছু দলকে নিয়ে। কিন্তু এটা ক্রিকেট। যেখানে প্রতি ম্যাচেই সেরাটা দিতে হয়।’

ব্যাটসম্যান হাশমত উল্লাহ শহিদী তো বলেই দিলেন, আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশ নয়, সব দল। শুধু বাংলাদেশকেই আমরা হারানোর টার্গেট করিনি সব দলকেই আমরা একইভাবে দেখছি। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যেদিন ভালো ক্রিকেট খেলি সেদিন শুধু বাংলাদেশ নয়, যেকোনো দলকেই হারাতে পারি। এর জন্য নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’

তিনি বলেন, ‘দুটো দলই ভালো। শেষ পর্যন্ত যারা ভালো খেলবে তারাই জিতবে।’

উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ ১০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছিল। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৭ বার। চারটিতে জিতেছে বাংলাদেশ, তিনটিতে আফগানিস্তান।