বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে উইন্ডিজ শিবিরে বড় দুঃসংবাদ

সব কিছু ঠিক থাকলে আজ সোমবার বিশ্বকাপের ২৩ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচে বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টাইগারদের বিপক্ষে রাসেল খেলবেন কি-না তা ম্যাচের আগেরদিন রোববারও নিশ্চিত করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন এই বিধ্বংসী অলরাউন্ডার। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই রবিবার অনুশীলন করতে পারেননি তিনি। ফলে স্বাভাবিক ভাবেই টাইগারদের বিপক্ষে তার খেলা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই, আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রাসেলকে একাদশে রাখতে পারবো কি-না। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ফিজিওরা। আমরা তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব। ম্যাচ শুরুর আগ পর্যন্ত চেষ্টা করবো, তাকে দলে রাখতে।’