বাংলাদেশের বিপক্ষে মাঠ থেকে সুবিধা পাবে আফগানিস্তান!

বিশ্বকাপে এখন আর হারানোর কিছু নেই আফগানিস্তানের। তারা এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তবে অনেক বেশি হারানোর আছে বাংলাদেশের। সেমিফাইনাল খেলতে হলে প্রতিটি ম্যাচেই জিততে হবে।

বাংলাদেশ যখন প্রতিটি ম্যাচ জিততে মরিয়া তখন শেষ তিন ম্যাচের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে রয়েছে আফগানিস্তান। আজকে বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগে স্বাভাবিক ভাবেই মাঠের পিচ কেমন হবে তা জানার জন্য আগ্রহী সবাই। তা কেমন হতে যাচ্ছে এই ম্যাচের পিচ?

জানা গেছে ভারত ও আফগানিস্তানের ম্যাচের মতই স্পিন বান্ধব পিচ হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচেও। আর এটা হলে স্বাভাবিক ভাবেই আফগানিস্তানের স্পিনাররা এগিয়ে থাকবে।

তাই এই ম্যাচেও বড় রান হওয়ার সম্ভাবনা নেই যদি কোন দল অতিমানবীয় ব্যাটিং না করে। ২৫০ রানই হতে পারে আগে ব্যাটিং করা দলের জন্য যথেষ্ট সংগ্রহ লড়াই করার জন্য।