বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে গড়মিল!

চলতি ইংল্যান্ড বিশ্বকাপের মাঝেই ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। কিন্তু তাদের এই র‍্যাঙ্কিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তমস্থান থেকে অষ্টমস্থানে নেম গেছে।

অন্যদিকে বাংলাদেশের চেয়ে এক রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে এমনটি হওয়ার সুযোগই নেই।

এদিকে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো র‍্যাঙ্কিং নিয়ে যে তথ্য দিয়েছে তাতে বাংলাদেশ আগের পজিশন সপ্তমস্থানেই আছে। অন্যদিকে আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। দুই জায়গায় দুই ধরণের র‍্যাঙ্কিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন।

বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচের একটিতে জয়, দুইটিতে হার ও বাকি এক ম্যাচ পরিত্যক্তের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এখন সবার প্রশ্ন হল একই প্রতিপক্ষের কাছে হেরে বাংলাদেশের ৬টি রেটিং পয়েন্ট কমে গেলেও উইন্ডিজের ৮টি রেটিং পয়েন্ট বেড়ে গেল কিভাবে!