বাংলাদেশের হয়ে নিজ দেশকে হারাতে চাই : রোডস

চলছে ক্রিকেট বিশ্বকাপ। আজ (১ জুন) মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়নরা। আর নিজেদের দ্বিতীয় খেলবে গেল বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে তিনিই একমাত্র ইংলিশ হেড কোচ। আবার কোচ হিসেবেও এটাই তার প্রথম বিশ্বকাপ। আর সেটাও ইংল্যান্ডের মাটিতেই। তিনি বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস।

এদিকে বাংলাদেশের হয়ে নিজ দেশকে হারাতে চান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘এটা ভীষণ গর্বের। খুবই উত্তেজনাকর। আর এ কারণেই আমি নিজেকে প্রতিনিয়ত শান্ত রাখার চেষ্টা করছি।’

আগামী ৮ জুন কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজেকে কি করে শান্ত রাখবেন তিনি? এমন প্রশ্নে তিনি ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলার অনুভূতি আমি এখনো জানি না। তারা হট ফেভারিট। আর আমি আন্ডারডগ থাকতেই পছন্দ করি। হারানোর কিছু নেই। আবার যদি জিতে যাই তাহলে সেটা বড় দলের কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নেয়ার মতো ব্যাপার।’

২০১৫ বিশ্বকাপে অবশ্য সেই অভিজ্ঞতা আগেই হয়েছে টাইগারদের। রোডস বলেন, ‘দেখুন আমি আপাদমস্তক ইংলিশ হলেও বাংলাদেশের হয়ে তাদের হারাতে চাইবো।’