বাংলাদেশ দলকে পেছনে টেনে ধরছেন মাশরাফি: ব্র্যাড হগ

আজ নটিংহামের অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৩৬৮ রান করেছে আস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৬৬ রান করেছেন। বৃষ্টির কারণে এখন খেলা বন্ধ। আর এই ম্যাচ শুরু আগে একটি টুইট বেশ আলোচনায় এসেছে।

সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ব্র্যাড হগ এক টুইট বার্তায় দিয়েছেন। তিনি নিজের ভেরিফাইড টুইটারে এক ভিডিও বার্তায় পরামর্শ দিতে গিয়ে জানিয়েছেন, বাংলাদেশ দলকে নাকি পেছনে টেনে ধরছেন মাশরাফি।

ব্র্যাড হগ বলেন, ‘সবারই লক্ষ্য থাকে বিশ্বকাপে দারুণ কিছু করে শেষ করতে। কিন্তু আমার মনে হচ্ছে আপনার শরীর আর নিতে পারছে না। কিন্তু আপনি শুধু বাংলাদেশ দলকে পেছনে টেনে ধরছেন, যেটা কোনো অ্যাথলেটিসিজম না। দলে তরুণদের সুযোগ দিন, প্লিজ।’

এর আগে বাংলাদেশের একাদশে নড়াইল এক্সপ্রেসের সুযোগ পাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকার। মাশরাফিকে নিয়ে তার সমালোচনা কড়া জবাব দিয়েছিলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল।

তিনি বলেন, ‘বিদেশি অনেকেই কথা বলছেন শুনেছি। আমার একটা প্রশ্ন, নিজেদের জীবনে তারা কী করেছেন? আর আমার কাছে বাইরের মানুষের কথা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু দেশের মানুষদের বোঝা উচিত মাশরাফি দেশের জন্য কতটা করেছেন।’

তামিম আরো বলেন, ‘উনি যদি আনফিট হন, তাহলে তো গত ১০ বছর ধরেই তা। তখন আমরা আবেগ থেকে দেখেছি। এখন একটু কিছু হলেই অনেক বড় করে দেখছি। আসলে আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি, যার হাত ধরে আমাদের ক্রিকেট আজ এখানে এসেছে। তাঁকে নিয়ে এসব সমালোচনা খুব অন্যায্য। আমি মনে করি আরো বেশি শ্রদ্ধা প্রাপ্য তাঁর।’