বাংলাদেশ সেই সম্মান পাওয়ার যোগ্য : রবিন উথাপ্পা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ দল। বাংলাদেশের এমন জয়কে ভিন্ন দেশের কিছু কিছু সংবাদমাধ্যম অঘটন বলে উল্লেখ করে।

তবে এটি মানতে নারাজ ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। যোগ্য দল হিসেবেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বলেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এশিয়ার সব দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার মনে হয় ভারতের পরে বাংলাদেশই এশিয়ার দ্বিতীয় সেরা দল। তারা সেই সম্মান পাওয়ার যোগ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়কে এখন আর ওভাবে ঐতিহাসিক জয় ঠিক নয়। তারা এখন বেশ শক্তিশালী দল।’

তিনি আরো বলেন, ‘গত এক-দেড় বছর ধরে তারা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছে। তাদের দলের বেশ কয়েক ক্রিকেটারের পূর্বেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। এটাও তাদের সাফল্যের অন্যতম কারণ। এই দুর্দান্ত শুরুটা ধরে রাখাটাই এবার তাদের জন্য চ্যালেঞ্জ। আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি না, আসলেই বাংলাদেশ এবারের আসরে শক্তিশালী এক প্রতিপক্ষ হিসেবেই এসেছে।’