বিশাল দুঃসংবাদ পেল বাংলাদেশ

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাংকিংয়ে সাত নম্বরে ছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে টানা তিন ম্যাচের ফলাফল বিপক্ষে যাওয়ায় রেটিং পয়েন্ট কমে গেছে টাইগারদের। একই সাথে তারা সাত থেকে চলে গেছে আটে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হার এবং শ্রীলঙ্কার বিপক্ষে ড্র। তাতেই টান পরেছে রেটিং পয়েন্টে।

গতকাল আপডেট হওয়া আইসিসি র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশের পয়েন্ট ৮৫। এক পয়েন্ট বেশি নিয়ে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ।

শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১২৪। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ১২২। ১১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড। ১১১ পয়েন্ট নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। পাঁচে আছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১০৯।

এরপর তালিকায় ৬ নম্বরে আছে পাকিস্তান। তাদের সংগ্রহ ৯৩ পয়েন্ট। ৯ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৭৭। দশে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৬২।