বিশ্বকাপের ফাইনালে যে দুই দলকে চান গুগল সিইও

চলছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে মাতামাতির শেষ নেই। এবার বিশ্বকাপ আলোচনায় নাম লেখালেন গলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এবারের বিশ্বকাপে কোন দুই দল ফাইনাল খেলবে এ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। জন্মসূত্রে তিনি একজন ভারতীয়। কিন্তু কর্মসূত্রে নাগরিকত্ব লাভ করেন যুক্তরাষ্ট্রের।

নিজ দেশ ভারতকেই এবারের বিশ্বকাপের ফাইনালে দেখতে চান তিনি। সেই সঙ্গে ভারতের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ইংল্যান্ডকে চান তিনি। বিশ্বকাপের ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘চলছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে হওয়া উচিত। কিন্তু আপনারা জানেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা সবাই খুব শক্ত প্রতিপক্ষ। ভারতের ভালো করার জন্য দারুণ একটি টুর্নামেন্ট এটি। কিন্তু এখানে অনেক ঝুঁকি আছে।’

তিনি আরো বলেন, ‘যখন প্রথমে আমি এখানে আসি, তখন বেসবলের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছিলাম। আমি বলতে বাধ্য হচ্ছি সেটা খুবই কঠিন ছিল। ক্রিকেটে খেলা প্রথম ম্যাচেই আমি খুব গর্বিত ছিলাম। কারণ আমি বলকে ব্যাটে লাগাতে পেরেছি। খুব সুন্দর একটা শট ছিল। আমি মানুষকে বলেছিলাম, দেখো আমি কি করেছি। কিন্তু মানুষরা আমার শটের কোনো প্রশংসাই করেনি।’

সুন্দর আরো বলেন, ‘ক্রিকেটে আপনি যখন দৌড়ান, তখন আপনাকে সবসময় সঙ্গে ব্যাট রাখতে হয়। বেসবলেও আমি ব্যাট নিয়ে দৌড়াতে থাকি। তৎক্ষণাৎ আমি বুঝে গেছি যে বেসবল আমার জন্য কঠিন। আমি অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারি কিন্তু আমি ক্রিকেটের সঙ্গেই থেকেছি।’