বিশ্বকাপের সেমিফাইনালে ধাওয়ানকেই চান কোহলি

বিশ্বকাপের মাঝেই বড় ধরণের দুঃসংবাদ পেতে হয় বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে ভারতকে। ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা ব্যাটসম্যান শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি।

অস্ট্রেলিয়ার পেসার নাথান কোল্টার নাইলের লাফিয়ে ওঠা বল তার বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত করে। এরপর আর ফিল্ডিং করতে দেখা যায়নি ধাওয়ানকে। তার পরিবর্তে ঋষভ পন্থকে এরই মধ্যে ইংল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু এখনো ধাওয়ানের পরিবর্তি হিসেবে পন্থকে দলে নেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কেননা এখনো ধাওয়ানকে দলে চান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। ধাওয়ানের জন্য অপেক্ষা করতে রাজি কোহলি।

তিনি বলেন, ‘তার প্লাস্টার করতে হয়েছে। দুই সপ্তাহ তাকে এভাবেই থাকতে হবে। তারপরেই বোঝা যাবে তার পরবর্তী করণীয় কি হবে। আশা করছি, খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরবেন। গ্রুপপর্ব চলাকালীনই তিনি ফিরবেন এবং সেমিফাইনালও খেলবেন বলে আশা রাখছি।’