বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান করে ইংল্যান্ড। ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এরই ফলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ শতাধিক রান ও ২৫ বা তার অধিক উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব। সাকিবের আগে এই তালিকায় আছেন শ্রীলঙ্কান ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া ও অজি ক্রিকেটার স্টিভ ওয়াহ।

আজকের ম্যাচটি বিশ্বকাপে সাকিবের ২৪ তম ম্যাচ। ২৩ ম্যাচে সাকিবের উইকেট ২৬টি। আজকের ম্যাচে ২৩ রান করার মাধ্যমেই জয়াসুরিয়া, ওয়াহদের পাশে নিজের নাম লেখান সাকিব।