বিশ্বকাপে ছক্কা নেই তামিমের

এবারের বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপে ৬ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৫। আছে ৬ নম্বর পজিশনে।

এই বিশ্বকাপে বাংলাদেশের ৬টি ম্যাচ খেলা হলেও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। বাকি পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিনটিতে ব্যাট হাতে ব্যর্থ ছিল তামিম। পরের দুটি ম্যাচে পেয়েছেন রানের দেখা।

কিন্তু বাংলাদেশের ড্যাশিং ওপেনার হিসেবে পরিচিত এই তামিম ইকবাল এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ছক্কাও মারতে পারেনি। মারতে পারেনি বললে হয়তো ভুল হবে, ছক্কা মারতেই চাচ্ছেন না। অর্থাৎ ছক্কা মারার থেকে চারের দিকেই বেশি মনোযোগী বিপদ এড়ানোর জন্য।

তামিম ইকবাল এবারের বিশ্বকাপে ২২৩ টি বল খেলে এখন পর্যন্ত কোন ছক্কা মারতে পারেনি। তামিমের উপর আছে শ্রীলঙ্কান তারকা করুনারত্নে। ২৪৫ বল খেলেও ছক্কা আসেনি তার। তিনে আছেন আমলা। ২০৫ বল খেলেছেন তিনি, রয়েছেন ছক্কা হীন। পাকিস্তানের সরফরাজ (১৩৪), দক্ষিণ আফ্রিকার মারক্রাম (১৩৩), শিখর ধাওয়ান (১২১) বল খেলেও মারতে পারেনি ছক্কা।