বিশ্বকাপে তিন বিশ্বরেকর্ডের সামনে সাকিব

বিশ্বকাপে আজকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচেই বেশ কয়েকটি রেকর্ডের হাতছানি রয়েছে সাকিব আল হাসানের সামনে।

কি কি রেকর্ডের সামনে দাড়িয়ে আছে সাকিব?

১. ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান এবং ২৫০ উইকেট আছে চার জনের। আজ মাত্র একটি উইকেট পেলেই সেই মাইলফলকে পৌছাবে সাকিব। এবং সেটাও হবেন সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে।

২. আজকের এই ম্যাচে সাকিব আল হাসান মাঠে নামলেই গড়বেন আরেকটি রেকর্ড। সেই রেকর্ড হল র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে অলরাউন্ডার হিসেবে টানা তিনটি বিশ্বকাপ খেলার রেকর্ড। এর আগে কোন অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে টানা তিন বিশ্বকাপ খেলতে পারেনি। ২০১১ ও ২০১৫ সালেও সাকিব আল হাসান র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ খেলেছেন।

৩. আর মাত্র পাঁচ রান করতে পারলেই টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।