বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন আমির

চলতি বিশ্বকাপ আসরে প্রথম তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরে তাকে দলে অন্তভুক্ত করার পর বিশ্বরেকর্ড গড়েছেন মোহাম্মদ আমির। চলতি আসরে ৩২৪ বল করার পর তার বলে প্রথম ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যান। বিশ্বের যেকোনো বোলারের জন্য সবচেয়ে বেশি বল পর্যন্ত ব্যাটসম্যানদের ছক্কা হাঁকাতে না দেয়ার রেকর্ড এটি।

এছাড়া দক্ষিন আফ্রিকার অন্যতম সেরা বোলার ইমরান তাহির এ বিশ্বকাপে ২৮২ বল পর্যন্ত ব্যাটসম্যানদের ছক্কা হাঁকাতে দেননি। বিশ্বকাপের এবারের আসরে এ পর্যন্ত ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের এ পেসার। উইকেট শিকারের দিক দিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জয়ে বড় অবদান রাখায় মোহাম্মদ আমিরের প্রশংসা করেছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। তিনি তাকে খুবই স্মার্ট বোলার হিসেবে মনে করেন।

মিকি আর্থার বলেন, আমি সবসময় বলে আসছি, আমির খুবই স্মার্ট বোলার। খেলায় তার দক্ষতাও অসাধারণ। সে অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করছে। চলতি বিশ্বকাপে তাকে যেভাবে আস্থার সঙ্গে বল করতে দেখেছি, এর আগে কখনো সেটা চোখে পড়েনি।

তিনি বলেন, ‘উইকেটের প্রতি তার যে চাহনি, এটা সত্যিকার অর্থে ভালো লক্ষণ। এটাই তার আত্মবিশ্বাস।’

বিশ্বকাপে তার নৈপুণ্যে পুরনো আমিরের নতুন রূপে ফিরে আসায় পাকিস্তানের সাবেক কোচ ও ফাস্ট বোলার ওয়াকার ইউনুসও আমিরকে প্রশংসায় ভাসিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে বেশ কয়েকটি ম্যাচে খারাপ খেলায় সমালোচনার মুখে ছিলেন আমির। কিন্তু ক্রিকেটের এই মহাআয়োজনে তিনি জোরালো পারফরমেন্স রেখে সমালোচকদের একহাত নিয়েছেন।