ব্যাটিংয়ে পাকিস্তান, একাদশে আছেন যারা

বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে রবিবার ৩০ তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়াবে ম্যাচটি।

জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সামনে। দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটির পয়েন্ট মাত্র তিন। হাতে থাকা সব ম্যাচে জয় পেলেও শেষ চারে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। টানা ৩ ম্যাচে জিতলেও বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে তাঁদের সেমিফাইনাল খেলা।

অন্যদিকে, প্রোটিয়াদের চেয়ে একম্যাচ কম খেলে তিন পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে সরফরাজ আহমেদের দল। হাতে রয়েছে চারটি ম্যাচ, সবকটিতে জয় পেলে সেমিফাইনাল খেলার বড় সম্ভাবনা রয়েছে তাদের।

এতো মধ্যে টস হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

দক্ষিন আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দাইল ফেহলুকেয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হরিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির।