ব্যাটিংয়ে ভারত, একাদশে আছেন যারা

আজ বৃহস্পতিবার বিশ্বকাপে ৩৪তম ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে এই ম্যাচ। সর্বশেষ এই দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৮৩ সালে। তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভারত সেই বিশ্বকাপের ফাইনালে ক্লাইভ লয়েডের দলকে ৪৩ রানে হারিয়েছিল। আর আজ দীর্ঘ ৩৬ বছর পর আবারও সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামছে ভারত।

এবারের টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে খেলতে নেমে ৬ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে সাত নম্বরে আছে তারা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ ভারতকে হারাতে হবে তাদের।

অন্যদিকে, বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। ৫ ম্যাচের ৪টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। আর একটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে।

এরই মধ্যে টস হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারেতর অধিনায়ক বিরাট কোহলি।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, শেল্ডন কর্টরেল, ওশানে থমাস।