ভারতীয় সমর্থকরা দুয়ো দিলেও দেয়নি পাকিস্তানিরা, যা বললেন ওয়ার্নার

বল টেম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ থাকার পর বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বিশ্বকাপ খেললেও তাদেরকে যে দর্শকদের দুয়োর মুখে পড়তে হবে তা তারা ভালোভাবেই জেনে গিয়েছিল। ইংলিশ সমর্থকদের পর ভারতীয় সমর্থকরাও তাদের দুয়ো দেয়।

ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় তাদের প্রতারক বলে চিৎকার করতে থাকতে ভারতীয় সমর্থকরা। যদিও ভারতীয় সমর্থকদের থামিয়ে দেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং তাদেরকে সমর্থন দিতে বলেন দর্শকদের।

এদিকে পাকিস্তানের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে পাকিস্তানের সমর্থকরা ভারতীয় সমর্থকদের মত দুয়ো না দেওয়ায় পাকিস্তানি সমর্থকদের আচরণে মুগ্ধ হয়েছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে তিনি লিখেন, ‘পাকিস্তানি সমর্থকদের এমন আতিথেয়তায় মুগ্ধ।’

মাঠে নামার আগে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এ ব্যাপারে বলেছিলেন পাকিস্তানি দর্শকরা এমনটি করবে না। তিনি বলেছিলেন, ‘পাকিস্তানি মানুষেরা ক্রিকেটকে ভালোবাসে। তারা সমর্থন দিতে এবং খেলোয়াড়দের ভালবাসে।’