ভারত-ওয়েস্ট ইন্ডিজের পরিসংখ্যান

বিশ্বকাপে এখন একমাত্র দল হিসেবে অপরাজিত আছে ভারত। ৫ টি ম্যাচ খেলা ভারতের সংগ্রহ ৯ পয়েন্ট। আজ তারা আবার মাঠে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

সাম্প্রতিক সময়ে দুই দলের ক্রিকেট প্রায় দুই মেরুতে। ওয়েস্ট ইন্ডিজ এখন আর আগের মত শক্তিশালী নেই। বিশ্বকাপ থেকেও বিদায় হয়ে গেছে তাদের।

অন্যদিকে ভারত আছে উড়ন্ত ছন্দে। বিশ্বকাপের আগেও তারা ছিল ছন্দে, এখনো আছে ছন্দে। কিন্তু এই ছন্দে থাকা ভারতই কি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে?

পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। দুই দলের মোট ১২৬ দেখায় ভারত জিতেছে ৫৯টি। ৬২ টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে আবার এগিয়ে ভারত। ৮ বারের লড়াইয়ে ভারতের জয় ৫ ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দলীয় সর্বোচ্চ রান ৪১৮। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৩৮ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রীতিমত দানবীয় ব্যাটিং করেন কোহলি। দলটির বিপক্ষে এই তারকার রান ১৮৪০।