ভালো খেলেছ বন্ধু, তোমার শতভাগ কোয়ালিটি আছে: সাকিবকে টম মুডি

কার্ডিফে ২০১তম ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। বোলিংটা ভালো হয়নি। তবে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করেছেন সেঞ্চুরি। তিন অঙ্কে পৌঁছেছেন ৯৫ বলে। বিশ্বকাপে এটা তাঁর টানা তৃতীয় ৫০ ছাড়ানো ইনিংস। সাকিবের আগের দুটি ইনিংস ৭৫ ও ৬৪। সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৮৬.৬৬ গড়ে ২ ফিফটি ও ১ সেঞ্চুরিসহ ২৬০ রান করে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২১৫ রান জেসন রয়ের।

বিশ্বকাপে এটি ছিল তৃতীয় ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় হার। আর বাংলাদেশি কোন ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় সেঞ্চুরিয়ান। এর আগে মাহমুদউল্লাহ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেন।

এদিকে, সাকিবের এমন ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। সোশ্যাল মিডিয়ায় চলছে তার বন্দনা। টুইটারে গুণকীর্তনে মেতেছেন ক্রিকেটবিশ্বের রথী-মহারথীরা। তাদের দলে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার টম মুডি

তিনি লেখেন, ভালো খেলেছ বন্ধু, তোমার শতভাগ কোয়ালিটি আছে।