মাঠে নামলে রান যেন করবেই

বিশ্বকাপে নিজেদের প্রঞ্চম ম্যাচে আজকে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হয়ে বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে।

এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং নিয়েছে মশরাফি মর্তুজা। আর বোলিংয়ে নেমেই দারুণ শুরু করেছিল টাইগাররা।

ক্যারিবিয় ওপেনার ক্রিস গেইলকে ০ রানেই বিদায় করেছেন সাইফ উদ্দিন। ১৩ বল মোকাবেলা করে কোন রান না করেই আউট হয়েছেন তিনি।

এরপরই বাংলাদেশের বোলারদের উপর চেপে বসে আরেক ওপেনার লুইস ও তিনে নামা সাই হোপ। দুজনে মিলে ১১৬ রানের জুটি গড়েন। এই জুটিতে ভয়ানক হয়ে উঠা এভিন লুইসকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান সাকিব আল হাসান। ৬৭ বলে ৭০ রান করেছিলেন লুইস।

লুইস বিদায় নিলেও খুটি হয়ে দাড়িয়ে থাকা সাই হোপ তুলে নেন আরেকটি অর্ধশতক। ক্যারিবিয় এই ব্যাটিং স্তম্ভ্য মাঠে নামলেই যেন রান করবেনই, এটাই যেন নিয়মে দাড়িয়েছে।