মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের শেষ দুটি ম্যাচে টাইগারদের জিততেই হবে যদি তারা সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায়।

এই দুটি ম্যাচে জয়ের সাথে সাথে বাংলাদেশকে চেয়ে থাকতে হবে অন্যদিকে হওয়া ইংল্যান্ডের ম্যাচের দিকে। ইংল্যান্ড যদি একটি ম্যাচেও হারে এবং বাংলাদেশ যদি দুটি ম্যাচেই জিতে তাহলেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

এমন সমীকরণ যখন বাংলাদেশের সামনে তখন বাংলাদেশের প্রতিপক্ষ দুটি দলের নাম বর্তমান বিশ্বের এক নম্বর দল ভারত এবং বাংলাদেশের ঠিক সামনেই থাকা ও সাম্প্রতিক সময়ে হারিয়ে পরিচিত মুখ করা পাকিস্তান।

এই দুটি দলের মধ্যে বাংলাদেশের প্রথম ম্যাচে বিশ্বসেরা ভারতের বিপক্ষে। আর সেই ম্যাচের আগেই আরেকটি দুঃসংবাদ পেল টাইগাররা।

কি সেই দুঃসংবাদ? এই দুঃসংবাদের নাম আম্পায়ার। ওই ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আলিমদার। আলিমদার বাংলাদেশের ভক্তদের কাছে খুব পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশকে অনেকবারই ইচ্ছা করেই হারিয়েছেন। সেই আলিমদার ভারতের বিপক্ষে ম্যাচে থাকার কারণে ম্যাচের আগেই বাংলাদেশের জন্য একটা সতর্ক সংকেতই হয়ে রইল।