মাহমুদউল্লাহ প্রথম, দ্বিতীয় সাকিব

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান করে ইংল্যান্ড। ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এরই ফলে বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২০১৫ বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

এবার মাহমুদউল্লাহর পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকালেন সাকিব। সাকিব শেষ পর্যন্ত ১২১ রান করে ফিরেন।