মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজে-দক্ষিণ আফ্রিকা, পরিসংখ্যানে এগিয়ে যারা

বিশ্বকাপে এবারের আসরের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে খাঁদের কিনারায় রয়েছে প্রোটিয়ারা। তবে ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা খুঁজতে পারে উইন্ডিজদের বিপক্ষে। তবে অতীত ইতিহাস বলে বিশ্বকাপে তারা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ এগিয়ে।

আজ সোমবার (১০ জুন) বিশ্বকাপের রয়েছেন একটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৩-৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

জয়ের পাল্লা: সবশেষ ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এরপর এই প্রথম ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে এ দুটি দল। দুই দলের পরিসংখ্যান এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৬১ ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। উইন্ডিজদের ১৫ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ৫৫ টি। ১টি করে ম্যাচ পরিত্যক্ত ও টাই হয়।

বিশ্বকাপে জয়: বিশ্বকাপের ৬ বার দেখায়ও জয়ের হিসেবে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের ২ জয়ের বিপরীতে তাদের জয় ৪টিতে। বিশ্বকাপে শেষ ৩ বারের দেখায় প্রোটিয়াদের হারাতে পারেনি ক্যারিবীয়ানরা।

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: দলীয় সর্বোচ্চ সংগ্রহে দিক দিয়ে দক্ষিণ আফ্রিকা ৪৩৯/২, জোহানেসবার্গ ২০১৫। আর ওয়েস্ট ইন্ডিজ ৩০৪/২, জোহানেসবার্গ ২০০৪।

দলীয় সর্বনিম্ন সংগ্রহ: দলীয় সর্বনিম্ন সংগ্রহে দক্ষিণ আফ্রিকা ১৪০/১০, কেপটাউন, ১৯৯৩। ওয়েস্ট ইন্ডিজ ৫৪/১০, কেপটাউন ২০০৪।

ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক: ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ৪০ ম্যাচে ১৬৬৬ রান। শিবনারায়ণ চন্দরপর (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৯ ম্যাচে ১৫৫৯ রান।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে এবি ডি ভিলিয়ার্স ১৬২*, সিডনি ২০১৫। ক্রিস গেইল ১৫২*, জোসানেসবার্গ, ২০০৪।

ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট: ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকারের ক্ষেত্রে শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৪৪ উইকেট। কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)- ২৭ উইকেট।

সেরা বোলিং ফিগার: সেরা বোলিং ফিগারে ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)- ৭/৪৫, সেন্ট কিটস, ২০১৬। সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬/২৭, প্রভিডেন্স, ২০১৬।