ম্যাচের আগে উইন্ডিজকে ধরাশয়ী করার পরামর্শ দিলেন হাসিবুল হোসেন শান্ত

আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাউন্সার আর গতির ধাঁধা পড়তে হবে টাইগার ব্যাটারদের। আর ইংল্যান্ড কন্ডিশনে স্পিনের চাই পেস বোলার খেলানোই ভালো। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আগে থেকে খেলার অভিজ্ঞতা থাকায় এ ম্যাচে ব্যাটসম্যানরা সেরা ছন্দে ফিরবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

তবে ইংল্যান্ডে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ বৃষ্টি বাঁধায় কঠিন সমীকরণের মুখে পড়েছে। দুই ম্যাচে জয় বঞ্চিতে সঙ্গে একটি ম্যাচ পরিত্যাক্ত। তাই টাইগাররা নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি জিততে মারিয়া।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের সুখকর স্মৃতি জিইয়ে রাখতে আজও ক্যারিবিয়দের হারাতে মরিয়া টাইগাররা। যে কারণে বাংলাদেশের পেস শক্তি বাড়ানোর পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘ভাল হবে। যদি মিথুনের জায়গা রুবেলকে একাদশে অন্তর্ভুক্তি করা হয়। এই ধরনের কন্ডিশনে চারজন পেসার নিয়ে খেলাই ভাল।’