ম্যাচ জয়ের পর কেন স্ট্যাম্প নিলেন না সাকিব

৫১ বল বাকি থাকতেই ৩২২ রান টপকে জয়। হাতে রয়েগেছে আবার ৭ টি উইকেট। নিজে করেছেন আবার দুর্দান্ত এক সেঞ্চুরি। ক্যারিয়ারে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

ব্যাট হাতে করেছেন ১২১ রান। ছিলেন অপরাজিত। বল হাতে নিয়েছেন ২টি উইকেট। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

অনেক রেকর্ডের এই ম্যাচের স্মারক হিসেবে তাই ম্যাচ জয়ের পর স্ট্যাম্প নিজের কাছে রেখে দিতে পারতেন সাকিব আল হাসান। কিন্তু সেটা তিনি করেন নি। কেন করেন নি সাকিব?

সাকিব বলেন, “ঐ যে এখন জিং বেল না কী বলে, লাইট-টাইট জ্বলে… তাই এগুলো দেয় না। নিয়ে লাভ নাই আসলে।”

বিশ্বকাপের আসরে এবার স্ট্যাম্পে যুক্ত থাকে এলইডি লাইট। কোন কিছুর ছোয়া পেলেই জ্বলে উঠে সেই বাতি। এই স্ট্যাম্প প্রস্তুত করাও ব্যায়বহুল। তাই চাইলেও খেলোয়াড়রা আগের মত নিতে পারেনা স্ট্যাম্প। তবে নিতে হলে মুল্য পরিশোধ করে নিতে হয়।

তবে সাকিব আল হাসান স্মারক হিসেবে স্ট্যাম্প না নিলেও টাইগার ভক্তরা ততক্ষনে পেয়ে গেছে ম্যাচের স্মারক। এমন জয়ের স্মারক তো সাকিব নিজেই।