ম্যাচ হেরে আইসিসিকে ধুয়ে দিলেন সরফরাজ

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলেছে পাকিস্তান। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক। ওপেনার ওয়ার্নারে ১০৭ রানের সুবাদে ৩০৭ বিশাল লক্ষ্য দ্বার করায় অস্ট্রেলিয়া। ১২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তারুণ ঝলকে দেখিয়ে হারানোর প্রধান ভুমিকা পালন করেন ওয়ার্নার।

জবাব ব্যাট করতে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২৬৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। আর বিশ্বকাপে এমন হারের পর জন্য আইসিসিকে দুষলে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়কের দাবি, বিশ্বকাপে ভারতের ইচ্ছামতো পিচ বানাচ্ছে আইসিসি।

এর আগে বিশ্বকাপের শুরুতেই আইসিসির বিরুদ্ধে ফিকশ্চারের মাধ্যমে ভারতকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ তোলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জ্যাক ক্যালিস। এরপর মহেন্দ্র সিং ধোনির গ্লাভস, আম্পায়ারিং এবং বেল বিতর্কের পর এখন নতুন আরেক অভিযোগ তুলেছেন পাকিস্তানের অধিনায়ক।

বিশ্বকাপে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে আছে পাকিস্তান।সাধারণত, বাউন্সি পিচে উপমহাদেশের ব্যাটসম্যানরা যে একটু নড়বড়ে থাকেন, সেটা সবাই জানে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর ঝাঁঝ পাকিস্তান টের পেয়েছে।

উইন্ডিজ বোলার ওশান থমাস, জেসন হোল্ডারদের তোপে মাত্র ১০৫ রানে ইনিংস গুটিয়ে ৭ উইকেটের লজ্জার হারে পাকিস্তান। এরপর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ হারে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও নিউজের সূত্র জানিয়েছে, গতকাল অস্ট্রেলিয়ার ম্যাচের পিচ নিয়ে খুশি নন সরফরাজ।