রুবেলের সুযোগ না পাওয়া-লিটনের সুযোগ পাওয়ার কারণ

বিশ্বকাপে নিজেদের প্রঞ্চম ম্যাচে আজকে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে।

এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং নিয়েছে মশরাফি মর্তুজা।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মিঠুন বাদ পড়েছেন এবং দলে এসেছেন লিটন দাস। তবে রুবেল হোসেনকে নিয়ে কথা উঠলেও তাকে একাদশে রাখেনি বাংলাদেশ।

মিঠুন বিশ্বকাপে খুব একটা সফল ছিল না। তাছাড়া আজকে টনটনের মাঠ ছোট। এখানে হিটার ব্যাটসম্যানদের ভালো করার সুযোগ রয়েছে। তাই মিঠুনের জায়গায় সুযোগ পেয়েছে লিটন দাস।

অন্যদিকে রুবেল দলে আসলেও মেহেদী হাসান মিরাজের জায়গায় আসার কথা চলছিল। কিন্তু ক্যারিবিয়দের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান বেশি থাকায় এবং সাম্প্রতিক সময় তাদের বিরুদ্ধে মিরাজের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে মিরাজকে বাদ দেয়ার মত কাজটি করেনি টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মাশরাফি, মুস্তাফিজ, মেহেদী হাসান।