লজ্জার হারের পর যাকে দায়ী করলেন সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ১০৬ রানে হেরে যায় বাংলাদেশ। তবে এ দিন রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার অপূর্ণতা ছিল বিশ্বকাপে সেঞ্চুরি।

সেই অপূর্ণতা ঘুছালেন শনিবার ইংল্যান্ডের বিপক্ষে। শনিবার কার্ডিফে শতরানের ম্যাজিক ফিগার গড়ার মধ্য দিয়ে সেই অপূর্ণতা ঘুচালেন সাকিব। ৯৫তম বলে সেঞ্চুরি করেন সাকিব। বিশ্বকাপে এটা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি। বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১১৯ বলে ১২টি চার ও এক ছক্কায় ১২১ রান করেন সাকিব আল হাসান।

সাকিব তার অপূর্ণতা পুরন করলেও বাংলাদেশ দল হেরেছে বিশাল রানের ব্যবধানে। ১০৬ রানে হারার পর ইংল্যান্ডের দ্রুত উইকেট পতন না ঘটানোকে দায়ী করছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে গত ২-৩ বছর ওদের ব্যাটিং কাঠামোটা এমনই। আমরা জানতাম, আমাদের জন্য ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। আমাদের দ্রুত উইকেট তুলে নিতে হত। পারিনি, এ কারণেই সম্ভবত ম্যাচ হেরেছি।’