শক্তিতে এগিয়ে ভারত, আগ্রাসী ক্রিকেট খেলে জিতবে পাকিস্তান: ওয়াসিম আকরাম

ভারত-পাকিস্তানের ম্যাচ টানটান উত্তেজনা। চিরশত্রু এই দুটি দলে খেলায় মধ্যে যেমন উত্তেজনা, সমর্থকদের মাঝেই থাকে উত্তেজনা। রাজনৈতিক সমস্যার কারণে এই দুই দেশের মধ্যে কোন সিরিজ ম্যাচ হয় না। দেখায় হয় শুধু বৈষ্যিক কোন আসরে। বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ পাকিস্তান-ভারত লড়াই এখন দ্বারপ্রান্তে।

পাকিস্তান-ভারত ম্যাচ নানা কারণেই উত্তেজনাকর। সাম্প্রতিক আকাশযুদ্ধসহ নানা কারণে পাকিস্তান-ভারত এবারের ম্যাচটি আরো বেশি গুরুত্ব পচ্ছে। তবে এই উত্তেজনাকে ম্যাচেকে সংযতভাবে উপভোগ করার পরামর্শ দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম।

তিনি বলেন, ‘এটি বিশ্বকাপের সব চেয়ে বড় ম্যাচ। মাথায় রাখতে হবে এটা ক্রিকেট খেলা। যুদ্ধ নয়। কাজেই দুই দেশের দর্শকদের কাছেই আমার অনুরোধ, শান্ত মাথায় দুই ক্রিকেট শক্তির এই মহারণ উপভোগ করুন।’

‘সুলতান অফ সুইং’আরো বলেছেন, ‘একটা দল জিতবে। আর একটা দল হারবে। খেলায় কখনো এক সঙ্গে দু’টি দল জিততে পারে না। কাজেই খেলা দেখে মজা পাওয়াটাই বড় ব্যাপার। যারা এই ম্যাচটাকে যুদ্ধ বলে প্রচার করেন, তারা প্রকৃত ক্রিকেটপ্রেমী নন।’

ওয়াসিম আকরাম বলেন, ‘ভারত-পাক ম্যাচ মানেই চাপ থাকবে। তা আমার চেয়ে ভালো কে অনুভব করতে পারেন। ভারতের বিরুদ্ধে ম্যাচটার দিকে তাকিয়ে থাকি এই কারণেই, যে এই ম্যাচে নিজেদের সেরাটা বার করে আনেন দু’দলের ক্রিকেটাররা।’

ভারত শক্তিশালী পাকিস্তানের চেয়ে জানিয়ে তিনি বলেন, ‘ভারত এগিয়ে। ওদের ব্যাটিং ও বোলিং বেশ ভালো। কিন্তু আমাদের ছেলেরাও টেক্কা দিতে পারে ভারতের ব্যাটিং ও বোলিং শক্তির সঙ্গে। এই ম্যাচে যে দল চাপ সামলাতে পারবে, তারাই জিতবে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। তবে এ বার পাকিস্তানের জয়ের ব্যাপারে আশাবাদী আকরাম।

তিনি বলছেন, ‘নিয়ন্ত্রিতভাবে আগ্রাসী ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জিততেই পারে পাকিস্তান।’