শিক্ষামন্ত্রীর ডিগ্রি ভুয়া

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্কর। তবে এই শিক্ষামন্ত্রীরই এবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কের কারণ হল ডক্টরেট উপাধি নিয়ে।

রমেশ পোখরিয়াল নিজের নামের আগে ডক্টরেট ব্যবহার করেন। আর এই ডক্টরেট তাকে দিয়েছে শ্রীলঙ্কার ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এমনটাই দাবী তার।

তিনি দাবী করেন, ৯০ এর দশে একবার সাহিত্যে অবদানের জন্য তাকে ডক্টরেট উপাধি দিয়েছিল ওই ইউনিভার্সিটি থেকে। এরপর তাকে একই বিশ্ববিদ্যালয় তাকে বিজ্ঞানে অবদানের জন্য সম্মানজনক ডক্টরেট উপাধি দেয়।

তবে একাধিক সংবাদমাধ্যম দাবী করেছে, ওই নামে শ্রীলঙ্কায় কোন রেজিষ্টার্ড বিশ্ববিদ্যালয় নেই।