শুরুতেই বিশাল সুখবর পেল বাংলাদেশ

পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেনি পেসার সাইফউদ্দিন। ম্যাচে তার অভাব বেশ ভালোভাবেই ফুটে উঠেছিল।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাইফউদ্দিন কি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলবেন এমন প্রশ্ন ঘুড়পাক খাচ্ছিল টাইগার ভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল এবার।

সুস্থ আছেন সাইফউদ্দিন। ম্যাচ খেলার জন্য ফিটও আছেন তিনি। করেছেন অনুশীলন। খেলার জন্য তৈরি আজকের ম্যাচে।

সাইফের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দুজনেই জানিয়েছেন ইতিবাচক খবর।

রবিবার বাংলাদেশের অনুশীলনে ছিলেন সাইফউদ্দিন। নেটে বোলিং-ফিল্ডিং অনুশীলন করেন সাইফউদ্দিন। তার খেলা সম্পর্কে সুজন বলেন, আমি নিশ্চিত করে বলতে পারছিনা সে খেলবেই। কিন্তু সে সুস্থ আছে এবং ফিট আছে। পিঠের ব্যথা কমেছে। পুরো দমে প্র্যাকটিস করেছে।

নান্নু বলেন, সাইফ এখন অনেকটাই ফিট। ম্যাচ খেলার সম্ভাবনা খুব বেশি।