শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের প্রতি তামিমের বিশেষ বার্তা

আগামীকাল ১১ জুন বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে তিন ম্যাচ খেলে টাইগাররা একটিতে জয় ও বাকি দুইটিতে হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।

এদিকে বিশ্বকাপে খুব ভালো ফর্মে নেই বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচ খেলে মাত্র ৫৯ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষেই ফর্মে ফিরতে চেষ্টা করে যাচ্ছেন তিনি। সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটা বিশ্বকাপ, সে কারণে মনে হয় ধৈর্য জিনিসটা কম হয়ে যায়। এটাই বলব, সবাইকে ধৈর্য ধরতে হবে। খালি আমার প্রতি না, সবার প্রতি।’

তিনি আরো বলেন, ‘ওয়ার্ল্ডকাপ একটা বড় স্টেজ। যেখানে সবাই পারফর্ম করতে চায়, সবাই ভালো করতে চায়। আমারো অনেক প্রত্যাশা আছে আমি ভালো করতে চাই। অনেক সময় অনেক কিছু চেষ্টা করেও হয় না। আমাদের কাজ হল চেষ্টা করতে থাকা, কোনো না কোনো সময় তো হবে। আমার ফোকাস পুরোপুরি ট্রেনিংয়ের দিকে।যে মিসটেকগুলো করছি যতটুকু মিনিমাইজ করা আর সে রকম স্টার্ট পেলে দেখা যাক ইনশাল্লাহ।’