শ্রীলঙ্কা সফরে যাচ্ছেনা বাংলাদেশ!

বিশ্বকাপের পর বাংলাদেশের সিরিজ খেলতে যাওয়ার কথা শ্রীলঙ্কাতে। আর সেই সিরিজে বাংলাদেশ যাবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার জন্য এখন নিরাপত্তা রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, খেলোয়াড়দের জোর করে শ্রীলঙ্কা সফর করতে পাঠানোর কোন সুযোগ নেই। কেননা, সেখানে এখন নিরাপত্তার অভাব রয়েছে।

বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা রয়েছে। এই তিনটি ম্যাচ হওয়ার কথা ২৫, ২৭ ও ২৯ জুলাই।

বিসিবির পক্ষ থেকে চারজন নিরাপত্তা কর্মকর্তা জুনের ২৬ তারিখেই অর্থাৎ গতকাল শ্রীলঙ্কা গিয়েছে নিরাপত্তা পর্যবেক্ষনের জন্য। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।