সরকারি নেতাদের বক্তব্যই প্রমাণ করে বেগম জিয়ার বিচার নিয়ন্ত্রিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ বলেছেন, সরকারি দলের নেতাদের বক্তব্যই প্রমাণ করে বেগম জিয়ার বিচার নিয়ন্ত্রিত।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারি দলের হস্তক্ষেপের কারণেই বেগম জিয়ার মুক্তি হচ্ছে না। একইদিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার মুক্তি আন্দোলন জোরদারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, বেগম জিয়া বিভিন্ন রোগে ভুগছেন, তিনি ঠিকমতো খেতে পারেন না। তার সভ্য মানুষের মতো আচরণ করা হয় না। আন্দোলনের মধ্যে দিয়েই দেশনেত্রীকে আমরা মুক্ত করবো।

দলের চেয়ারপারসনের মুক্তি আন্দোলন জোরদারে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তারা। একই দিন বেগম জিয়ার মুক্তি নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিএনপি নেতাদের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। বেগম জিয়ার মুক্তি নিয়ে আবারো পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি’র শীর্ষ নেতারা।