ফিরলেন সরফরাজ, দেখে নিন স্কোর

বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তানের দুই ওপেনার ইমাম ও ফখর। তনে ব্যক্তিগত ৩৬ রানে রশিদের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন ফখর। অন্যদিকে মঈনের বলে ওকসের দুর্দান্ত ক্যাচে ধরা পড়ে ৪৪ রান করে ফিরেন ইমাম।

অন্যদিকে ৫০ বলে ৪ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বাবর আজম। তবে তিনি ৬৩ রান করে মঈনের বলে ওকসের হাতে ধরা পড়ে সাঝঘরে ফিরেন। এরপর ৩৯ বলে ৫ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন হাফিজ।

কিন্তু ৬২ বলে ৮ চার ও ২ ছয়ে উডের বলে ওকসের হাতে তালুবন্ধি হয়ে ফিরেন হাফিজ। অন্যদিকে উডের বলে বেয়ারস্টোর হাতে ধরা পড়ে ফিরেন আসিফ। তিনি ১৪ রান করেন।

তবে ৪০ বলে ৫ চারে হাফসেঞ্চুরি করেন সরফরাজ। কিন্তু ৫৫ রান করে ওকসের বলে ও ক্যাচে ফিরেন সরফরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান।

ইংল্যান্ড একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

পাকিস্তান একাদশঃ ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।