সাকিবকে কটাক্ষ করে সমালোচনার শিকার নিকোলাস

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ দল। সেই ম্যাচে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ব্যাট হাতে ৮৪ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন। অন্যদিকে বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। যার ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। কিন্তু ম্যাচ চলাকালীন সাকিবকে নিয়ে অদ্ভূত মন্তব্য করে বসেন ধারাভাষ্যকার মার্ক নিকোলাস।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ জানলে অবাক হবে যে সাকিব ওয়ানডেতে ১ নম্বর অলরাউন্ডার।’

কিন্তু প্রায় এক যুগ ধরে ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব বিভিন্ন সময় শীর্ষে ছিলেন। নিকোলাসের এমন মন্তব্য ভালোভাবে নেননি ক্রিকেট ভক্তরা। যার ফলে টুইটারে তার সমালোচনা করেন তারা।

এমনকি ম্যাচের সময় তিনি সাকিবকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও উল্লেখ্য করেন। যদিও পরবর্তীতে তিনি তা শুধরে নেন।