সাকিবময় ম্যাচে অনন্য কীর্তি মুশফিকের

মুশফিকুর রহীমের ব্যাটিং সামর্থ্য নিয়ে কোন কালেই কারো কোন সন্দেহ ছিল না। তবে যেটুকু বিতর্ক সেটা ছিল উইকেটের পেছনে কাজ নিয়ে। মুশফিক উইকেট কিপিং ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলুক এটাই চেয়েছিল অনেকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই এখনো উইকেটের পেছনে আছেন মুশফিক।

এবার সেই মুশফিক উইকেটের পেছনে থেকে এবং ব্যাটিং করে করলেন দারুণ এক রেকর্ড। কি সেই রেকর্ড?

বিশ্বকাপের ইতিহাসে ৮০০ এর বেশি রান করা ও ২৫টি ডিসমিসাল করা উইকেট কিপার আছেন কেবল তিনজন। আর তিন জনের একজন হলেন মুশফিকুর রহীম।

আফগানিস্তানের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে তার রান যখন ৪৬ তখনই ৮০০ রান স্পর্শ করেন এই তারকা। গ্লাবস হাতে উইকেটের পেছনে তিনটি করেছেন ডিসমিসাল। তাতেই স্পর্শ করেছেন ২৫টি ডিসমিসালের মাইলফলক। বিশ্বকাপে এখন পর্যন্ত তার মোট রান ৮৩৭, ডিসমিসাল ২৬ টি।

মুশফিকের আগে আছেন সাবেক অজি তারকা গিলক্রিষ্ট ও লঙ্কান তারকা সাঙ্গাকারা।