সাকিবের সবচেয়ে বড় প্রশংসা করলেন সাবেক লঙ্কান ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

এই ম্যাচে বল হাতে দুই উইকেট তুলে নেয়ার পর ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। তিনি অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে।

বিশ্বকাপে বাংলাদেশ চারটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছে। এই চার ম্যাচেই সাকিব আল হাসানের ব্যাট হেসেছে। দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।

সাকিবের এমন পারফর্মেন্সের পর প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটার। তবে সাকিবের সম্ভবত সবচেয়ে সেরা প্রশংসাটা করেছেন সাবেক লঙ্কান তারকা ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড।

তিনি বলেন, “সাকিব শিকারে প্রস্তুত। সে যে বিশ্বসেরা অলরাউন্ডার তা কেবল দেখাচ্ছেনা, জানিয়ে দিচ্ছে সে একজন বিশ্বমানের ব্যাটসম্যানও। জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।”