সিঙ্গাপুর নেয়া হচ্ছে এরশাদকে!

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না। বয়সের কারণে কথা জড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। চলতি মাসের মধ্যে চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর নেয়া হবে এরশাদকে।

এরশাদের বিশেষ সহকারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘গত মাসের ২১ তারিখ তাকে (এরশাদ) রক্ত দেয়ার পর অবস্থা কিছুটা ভালো ছিল। বর্তমানে একটু দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে আবারও সিঙ্গাপুর নেয়া হচ্ছে।’

এ সময় খালেদা আক্তার আরও বলেন, ‘স্যার একই অবস্থায় আছে, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। বয়সের কারণে কথা জড়িয়ে আসে। তবে কাউকে চিনতে সমস্যা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আপনারা তো ঈদের দিন দেখেছেন, এখনও সেভাবেই আছে। তার পাশে লোকজন থাকলে একটু হাসি খুশি থাকেন।’

এ ব্যাপারে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী গণমাধ্যমকে বলেন, ‘স্যার সিঙ্গাপুর যাবেন। তবে এখনো দিন তারিখ ঠিক হয়নি।’