সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকালে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আগামীকাল সকাল ৬:৩০ মিনিটে মাঠে নামবে দলটি। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

এই ম্যাচটি ব্রাজিলের জন্য অনেকটাই প্রতিশোধের ম্যাচ। ২০১১ সালের ১৭ জুলাই কোপা আমেরিকার নক আউট পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও প্যারাগুয়ে। সেই ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য ড্র।

ফলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায় এবং সেখানেও ম্যাচে থাকে সমতা। এরপর খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে প্যারাগুয়ে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে বিদায় করে দেয়।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করেছিল এলানো, থিয়াগো সিলভা, আন্দ্রে সান্তোস ও ফ্রেড।

২০১৫ কোপা আমেরিকায় আবারও মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে। ম্যাচে ১৫ মিনিটের সময় রবিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ৭২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় প্যারাগুয়ে। এরপর পুরো সময়টা ম্যাচে সমতা থাকলে খেলা গড়ায় ফের পেনাল্টিতে।

পেনাল্টিতে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়ে বিদায় করে দেয় প্যারাগুয়ে।

এবার নিজেদের মাটিতে আরেকটি কোপা আমেরিকার ম্যাচে এই প্যারাগুয়েকে পেল ব্রাজিল। এবার কি প্রতিশোধ হবে নাকি আগের ঘটনারই পূনরাভৃত্তি হবে?