সে ফর্মে ফিরলে বাংলাদেশ দলের চেহারায় পাল্টে যাবে : সুজন

চলতি বিশ্বকাপে খুব একটা ফর্মে নেই বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচ খেলে মাত্র ৫৯ রান করেছেন তিনি। তার অফ ফর্ম ভাবাচ্ছে দলকে। তার ভালো খেলার উপর বাংলাদেশের টপ অর্ডারের পাশাপাশি গোটা দলের ব্যাটিং নির্ভর করছে।

এদিকে বাংলাদেশ দলের সেরা এই তারকা ফর্মে ফিরলে বাংলাদেশ দলের চেহারায় পাল্টে যাবে বলেই মনে করছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমি মুখিয়ে আছি তামিমের কাছ থেকে ভাল খেলা দেখতে। তামিম রানে ফিরলেই দেখবেন আমাদের ব্যাটিংয়ের চেহারা পাল্টে গেছে। তখন দেখবেন গোটা ব্যাটিং লাইন আরও উজ্জ্বল হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আসলে ভাল করতে হলে ভাগ্যের আনুকুল্য লাগে। তামিম এবারের বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ভাগ্যের সে আনুকুল্য পায়নি। যদি পেত, তাহলে দেখতেন কি খেলাটাই না খেলতো। কারণ, তামিম যে নেটে দুর্দান্ত খেলছে! বলে বোঝাতে পারবো না, নেটে তার ব্যাটিং কত ভাল লাগছে।’

সুজন আরো বলেন, ‘গত কদিন তামিম নেটে ছিল ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং; কিন্তু মাঠে গিয়ে সেই ব্যাটিংটা করতে পারছে না। আমার বিশ্বাস তামিম রান করলেই ব্যাটিংয়ে আর কোন সমস্যা থাকবে না।’